আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন ট্রাম্প
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৫ এএম, ৪ আগস্ট ২০২৩ শুক্রবার
মার্কিন কংগ্রেস- ক্যাপিটল হিলে হামলার মাধ্যমে ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হলেন ডোনাল্ড ট্রাম্প। তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন সাবেক এই প্রেসিডেন্ট।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টায় ওয়াশিংটন ডিসির আদালতে হাজির হন ট্রাম্প।
এসময় শর্ত দেয়া হয় কোনো অ্যাটর্নি ছাড়া মামলার সাক্ষীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না; পরে শর্ত মেনে সই করেন ট্রাম্প।
আদালতে তার বিরুদ্ধে রাষ্ট্রের সঙ্গে প্রতারণা, দাপ্তরিক কাজে বাধা দেয়ার ষড়যন্ত্র এবং চেষ্টা ও নাগরিক অধিকারের বিপক্ষে ষড়যন্ত্র- এই ৪টি অভিযোগ আনা হয়। তবে নিজেকে নির্দোষ দাবি করেন ট্রাম্প।
অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত সাজা হতে পারে সাবেক এই প্রেসিডেন্টের।
পরবর্তী শুনানি ২৮ আগস্ট এবং ওইদিন নির্ধারণ করা হবে বিচার শুরুর তারিখ।
একই অভিযোগে শিগগিরই জর্জিয়ার আদালতে হাজির হতে হবে ২০২৪-এ প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ট্রাম্পকে।
নির্বাচনকে কেন্দ্র করে ২০২১ সালের ৬ জানুয়ারি হামলা হয় ক্যাপিটল হিলে। যেখানে দেশটির আইনসভা বা কংগ্রেস ভবন অবস্থিত।
ওই নির্বাচনে জো বাইডেনের বিজয় অনুমোদনের জন্য মার্কিন আইনপ্রণেতারা যখন পার্লামেন্ট হাউজ ক্যাপিটল হিলে কংগ্রেসের যৌথ অধিবেশনে বসেন, তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েকশ’ উগ্র সমর্থক সেখানে গিয়ে ভবনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
পুলিশের বাধা ভেঙে ভবনে ঢুকে পড়ে, ভাঙচুর চালায়। ওই ঘটনায় স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথের এক তদন্তে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিযুক্ত করা হয়।
এর আগে পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে হাজিরা দিতে ম্যানহাটনের ডিস্ট্রিক্ট আদালতে যাওয়ার পর গত এপ্রিলে ট্রাম্পকে 'অ্যারেস্ট' করেছিল পুলিশ।
এএইচ