ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

পান্না কায়সারের প্রয়াণে গভীর শোক প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৭ পিএম, ৫ আগস্ট ২০২৩ শনিবার

শহীদ বুদ্ধিজীবী লেখক সাংবাদিক শহীদুল্লাহ কায়সারের সহধর্মিণী, প্রজন্ম ৭১-এর প্রথম পরামর্শক ও উপদেষ্টা, অধ্যাপিকা পান্না কায়সার (১৯৫০-২০২৩)-এর মৃত্যুতে মুক্তিযুদ্ধের শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১ গভীর শোক প্রকাশ করছে। 

প্রয়াত পান্না কায়সারের ঢাকাস্থ ইস্কাটনের বাড়িতেই ১৯৯১ সালের এপ্রিল মাসে প্রজন্ম ৭১ গঠনের নিমিত্তে তাঁর সন্তান শমী কায়সার সহ ৬ জন শহীদ সন্তানের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। শহীদ সন্তানদের নিয়ে একটি সংগঠনভিত্তিক প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার ব্যাপারে তিনি সবসময় শহীদ সন্তানদের উৎসাহিত করেছেন। অধ্যাপিকা পান্না কায়সারসহ আরও কয়েকজন উপদেষ্টার দিক নির্দেশনায় ২৯ অক্টোবর ১৯৯১ প্রজন্ম ৭১ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। নভেম্বরের প্রথম সপ্তাহে শ্রদ্ধেয় পান্না কায়সারের বাড়িতেই তাঁর ও অন্যান্য উপদেষ্টাদের উপস্থিতিতে প্রজন্ম ৭১-এর প্রথম পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। সংগঠনের দীর্ঘ পথ চলায় পান্না কায়সার প্রজন্ম ৭১-এর প্রতি ছিলেন স্নেহময়ী। তাঁর এক সন্তান শমী কায়সার প্রজন্ম ৭১-এর বর্তমান নির্বাহী পরিষদের সহ সভাপতি। 

প্রজন্ম ৭১ গভীর শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছে, শহীদ জায়া ও একজন প্রগতিশীল মানুষ হিসেবে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে অধ্যাপিকা পান্না কায়সারের অসামান্য অবদানের কথা। আমরা স্মরণ করছি, ১৯৭২ সালের মার্চে একাত্তরের গণহত্যাকারী ও বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারের দাবিতে আমাদের আরও কয়েকজন মায়েদের সাথে পান্না কায়সারও রাস্তায় নেমেছিলেন। উদিচী শিল্পী গোষ্ঠী, কেন্দ্রীয় খেলাঘর, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সৃষ্টিলগ্ন থেকে তাঁর নেতৃত্ব লাভ করেছে ও স্নেহধন্য। আমাদের শহীদ সন্তানদের নিয়ে প্রকাশনা ‘হৃদয়ে একাত্তর’ সহ মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখার জন্য ২০২১ সালে যখন তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করলেন, প্রজন্ম ৭১ ছিল গর্বিত ও আপ্লূত। আর ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদের সদস্য হিসেবে নীতি নির্ধারণী পর্যায়ে অধ্যাপিকা পান্না কায়সার যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, তাও আমরা ভুলে যাইনি। এমনকি শহীদ পরিবারের অনেকেই বাংলা সাহিত্যের শিক্ষিকা হিসেবে অধ্যাপিকা পান্না কায়সারের কাছে দীক্ষা পেয়ে কৃতজ্ঞ। 

পান্না কায়সারের চলে যাওয়ায় তাঁর ও শহীদ পরিবারদের মাঝে, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে যে শূন্যতার সৃষ্টি হোল, তা অপূরণীয়। শোক সন্তপ্ত পরিবারের জন্য প্রজন্ম ৭১ জানাচ্ছে গভীর সমবেদনা।