ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপের শঙ্কা (ভিডিও)
পার্থ সারথি
প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৬ আগস্ট ২০২৩ রবিবার
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, চলতি মাসে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এদিকে স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধন করা হয়েছে ডেঙ্গু সহায়তা কেন্দ্র।
বাংলাদেশে ডেঙ্গু রোগের মৌসুম ধরা হয় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এরমধ্যে আক্রান্তের হার সবচেয়ে বেশি থাকে জুলাই ও আগস্ট মাসে। এছাড়া বছরজুড়েও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে।
গত পাঁচ বছরে ডেঙ্গু রোগের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি বছরের জুলাই পর্যন্ত যত রোগী মারা গেছেন, তা এর আগে কোনও বছরের প্রথম ছয় মাসে দেখা যায়নি।
রোগীর চাপ সামলাতে প্রস্তুত রয়েছে রাজধানীর বিভিন্ন হাসপাতাল। তবে দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্তদের নিয়ে ঝুঁকির কথা জানালেন চিকিৎসকরা।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান বলেন, “এক ভ্যারাইটিতে আগে যারা আক্রান্ত দ্বিতীয় বার আক্রান্ত হলে সে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এবার সেটাই হচ্ছে। তাই সচেতন হতে হবে, যদি জ্বর দেখা যায় তাহলে আগেই নিশ্চিত হতে হবে তার ডেঙ্গু হয়েছে কিনা। আগে যদি সচেতন থাকে তাহলে তার জটিলতা হয় না। যে অসচেতন সে হুট করে শকে চলে যায় বা অজ্ঞান হয়ে যায়। তখন তার মৃত্যু ঝুঁকি বেড়ে যায়।”
এদিকে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে উদ্বোধন করা হয়েছে ডেঙ্গু সহায়তা কেন্দ্র।
জনসচেতনতা বাড়াতে এই কেন্দ্র থেকে বিতরণ করা হয় লিফটলেট।
এএইচ