ইমরানকে গ্রেফতার দেশটির অভ্যন্তরীণ বিষয়: যুক্তরাষ্ট্র
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:১৬ পিএম, ৬ আগস্ট ২০২৩ রবিবার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। এদিকে গ্রেফতারের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে পিটিআই নেতাকর্মীরা।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইমরান খান ও অন্য রাজনীতিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। এই দৃষ্টিভঙ্গি সারা বিশ্বের জন্য প্রযোজ্য বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্র। এর আগে বেশ কয়েকবার যুক্তরাষ্ট্র তার সরকারকে উৎখাত করেছে বলে দাবি করেন ইমরান খান।
যদিও বরাবরই যুক্তরাষ্ট্র একে ভিত্তিহীন বলে জানিয়েছে। এদিকে ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে লাহোর, করাচিসহ বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। অন্যদিকে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এবার দলীয় প্রধান- পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যানের পদ হারাচ্ছেন ইমরান খান। এরআগে নওয়াজ শরীফও একইভাবে দলীয় প্রধানের পদ হারান।
এসবি/