ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৬ ১৪৩১

চট্টগ্রাম-কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরও উন্নতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬ এএম, ১০ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ০১:৪৭ পিএম, ১০ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার

বৃষ্টি কমে যাওয়ায় চট্টগ্রাম, কক্সবাজারসহ পার্বত্য জেলাগুলোতে সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে পানি নামতে শুরু করলেও এখনও জলমগ্ন নিম্নাঞ্চল।

পানিতে ডুবে আছে চট্টগ্রাম-কক্সবাজার সড়কসহ অনেক গ্রামীণ রাস্তা। ব্যাহত হচ্ছে যোগাযোগ। ২৪ ঘণ্টায় বৃষ্টি কম হওয়ায় কক্সবাজারেও বাসাবাড়ি ও রাস্তাঘাট থেকে পানি নামতে শুরু করেছে।

তবে নিচু এলাকায় কিছু বাড়িঘর এখনও ডুবে আছে। 

পাহাড়ী ঢল ও ভারি বর্ষণে জেলার চকরিয়া, পেকুয়া, রামু ও সদর উপজেলার ২৫টি ইউনিয়নের ৯০টি গ্রাম বন্যাকবলিত। পানিবন্দী হয়ে পড়ে কয়েক লাখ মানুষ। 

ফেনীর ফুলগাজিতে পানি নামতে শুরু করলেও পরশুরামে প্লাবিত হচ্ছে নতুন এলাকা। এদিকে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ২৪ ঘণ্টায় সার্বিক পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।

এএইচ