জম্মু-কাশ্মীরে নিহত জঙ্গি মুনির হিজবুল মুজাহিদীনের সদস্য: ভারতীয় সেনাবাহিনী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৩৯ পিএম, ১১ আগস্ট ২০২৩ শুক্রবার | আপডেট: ০৪:৩৯ পিএম, ১১ আগস্ট ২০২৩ শুক্রবার
জম্মু ও কাশ্মীরের পুঞ্চের দেগওয়ার তেরওয়ান এলাকায় লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলওসি) বরাবর নাশকতার পরিকল্পনাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছিলেন দুই জঙ্গি; যার একজন জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদীনের (এইচএম) ডিভিশন কমান্ডার বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
জম্মুর লেফটেনেন্ট কর্নেল সুনীল বারতওয়াল বলেন, পুলিশ রেকর্ডে নিহত সন্ত্রাসীকে মুনির হুসেন নামে পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি একজন ভয়ঙ্কর সন্ত্রাসী এবং হিজবুল মুজাহিদিনের একজন ডিভিশন কমান্ডার ছিলেন।
ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, মুনির হুসেন ছিলেন মাওলানা দাউদ কাশ্মীরের (টিইউজে) ঘনিষ্ঠ সহযোগী, যিনি সৈয়দ সালাউদ্দিনের (এইচএম) ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। মুনির তার দেহরক্ষীকে নিয়ে জম্মু-কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চে হিজবুল মুজাহিদিনকে পুনরুজ্জীবিত করার এজেন্ডা নিয়ে এসেছিলেন।
নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের বরাতে এএনআই জানিয়েছে, ইসলামাবাদে হিজবুল মুজাহিদীনের একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল, যাতে মুনির যোগ দিয়েছিলেন। বৈঠকের এজেন্ডা ছিল রাজৌরি ও পুঞ্চ এলাকায় সন্ত্রাসবাদের পুনরুজ্জীবন।