চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের উদ্বোধন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৫১ পিএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার
চুয়াডাঙ্গা রেলবাজার রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় জেলা শহরের একাডেমি মোড়ে ফলক উম্মোচন, দোয়া ও আলোচনা সভার মধ্যে দিয়ে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, পৌর মেয়র জাহাঙ্গাীর আলম মালিক খোকন ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এর আগে স্বাগত বক্তব্য রাখেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। জেলায় অনেক উন্নয়ন হয়েছে। বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ওভারপাস নির্মাণ উন্নয়নের বড় অর্জন। নির্মাণ কাজ শেষ হলে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মেহেরপুর জেলার একমাত্র সংযোগ সড়কে মানুষের ভোগান্তি কমবে।
এদিকে রেলওয়ে ওভারপাস নির্মাণ কাজ শুরু হওয়ায় সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়।
উল্লেখ্য, প্রায় ৪১৯ মিটার দৈর্ঘ্যের এ ওভারপাস নির্মাণে চুক্তিমূল্য ধরা হয়েছে ৬৪ কোটি টাকা। ওভারপাসে ১৩টি স্প্যান থাকবে। প্রশস্ত হবে সোয়া ১০ মিটার। আগামী ২০২৪ সালের ৩০ জুনে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ঢাকার বনানীর ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড।
এএইচ