ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

১৫ আগস্ট হত্যাকান্ডের ওপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৯ পিএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার | আপডেট: ০৭:৩০ পিএম, ১২ আগস্ট ২০২৩ শনিবার

১৫ আগস্ট হত্যাকান্ড নিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে এই আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এতে দেশের খ্যাতিমান নবীন-প্রবীণ প্রায় ৪০ জন শিল্পী অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আর্ট ক্যাম্পের উদ্ধোধন করেন শিল্পী মোহাম্মদ ইউনুস, শিল্পী তরুণ ঘোষ, শিল্পী বিপদ ভঞ্জন সেন কর্মকার এবং শিল্পী রণজিত দাস।

স্বাধীনতা চারু শিল্পী পরিষদের প্রতিষ্ঠাতা এবং সদস্য সচিব আশরাফুল আলম পপলুর পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক পরিচালক শিল্পী জাহিদ মুস্তাফা ও  শিল্পী অধ্যাপক ড. দুলাল চন্দ্র গাইন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি আর্ট ক্যাম্প পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিল্পীদের সঙ্গে কথা বলেন।

সূত্র: বাসস

এমএম//