ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সেনাবাহিনীর জমকালো অনুষ্ঠান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১২ পিএম, ১৩ আগস্ট ২০২৩ রবিবার

ভারতের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে অরুণাচল প্রদেশে একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে দেশটির সেনাবাহিনী। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার মনোরম শহর নাফরায় শুক্রবার তেজপুর ভিত্তিক গজরাজ সেনা ইউনিট ‘বৈচিত্র্যের ঐক্য’ স্লোগানে এই মেগা ইভেন্ট আয়োজন করে।

প্রগতিশীল ভারতের ৭৬তম গৌরবময় বছর এবং সমৃদ্ধ ইতিহাস, বৈচিত্র্যময় জাতি, মহান সংস্কৃতির স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল নীরজ শুক্লা। আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ‘এক ভারত-শ্রেষ্ঠ ভারত’ তুলে ধরা হয়। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

নাফরার বাসিন্দারা হাত মিলিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। মিজি সম্প্রদায়ের মনোমুগ্ধকর ‘সাজোলাং উপজাতি নৃত্য’পরিবেশন করে তার। এছাড়া সেনাবাহিনী স্থানীয় জনগণের কল্যাণে মেডিকেল ক্যাম্প এবং একটি চোখের চিকিৎসার উদ্যোগ বাস্তবায়নে বেশকিছু স্টল স্থাপন করা হয়।

জেলার সুশীল গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে বোমডিলার আইএএস, ডেপুটি কমিশনার আকৃতি সাগর, নাফরার অতিরিক্ত জেলা প্রশাসক শ্রী এল ডব্লিউ বাপু, বোমডিলা এসপি সুধাংশু ধামা ও স্থানীয় প্রশাসনের সম্মানিত সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূত্র-এএনআই
কেআই//