মণিপুরীদরে জন্য লড়বেন মোদী: মেরি মিলবেন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:৪০ পিএম, ১৩ আগস্ট ২০২৩ রবিবার
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা ব্যক্ত করেছেন আফ্রিকান-আমেরিকান অভিনেত্রী ও গায়ক মেরি মিলবেন। বৃহস্পতিবার তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী মণিপুরের জন্য লড়বেন।
বিজেপি সরকারের বিরুদ্ধে এক অনাস্থা প্রস্তাবের প্রতিক্রিয়ায় পার্লামেন্টে মোদীর বক্তব্যের পর এই মন্তব্য করেন মিলবেন।
টুইটে তিনি লিখেন, “ভারত তার নেতার (মোদী) প্রতি আস্থা রাখে এবং ‘অসৎ সাংবাদিকতার’ নিন্দা জানায়। বিরোধীরা অন্তঃসার ছাড়াই গলা উঁচিয়ে শ্লোগান দেবে। সত্য সর্বদা মানুষকে মুক্ত করবে।”
এই শিল্পী জানান, প্রধানমন্ত্রী মোদীর ওপর তিনি আস্থা রেখেছেন। তার জন্য প্রার্থনাও করছেন। এমনকি প্রয়াত আমেরিকান নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘স্বাধীনতাকে ছড়াতে দিন’।
টুইটে তিনি লিখেন, “সত্য হলো, ভারত তার নেতার উপর আস্থা রাখে। মণিপুরের মা, মেয়েরা, নারীরা ন্যায়বিচার পাবেন। প্রধানমন্ত্রী মোদী সর্বদা আপনার স্বাধীনতার জন্য লড়াই করবে। এমন একটি দলের সাথে যুক্ত হওয়া যা সাংস্কৃতিক উত্তরাধিকারকে অসম্মান করে, শিশুদের দেশের জাতীয় সংগীত গাওয়ার অধিকার অস্বীকার করে এবং বিদেশে নিজের দেশকে হেয় করে, এটিই নেতৃত্ব নয়। এটা নীতিহীন।”
সূত্র-ইকনোমিক টাইম
কেআই/