ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

মিয়ানমারের পাথরের খনিতে ভূমিধস, নিখোঁজ ৩৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩ এএম, ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার

মিয়ানমারের উত্তরাঞ্চলে জেড পাথরের খনিতে ভূমিধসে ৩৬ জনেরও বেশি মানুষ নিখোঁজ। 

রাজ্যের প্রত্যন্ত পাকান্ট এলাকায় রোববার (১৩ আগস্ট) ভূমিধসের ঘটনাটি ঘটে ।

ভূমিধসের পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। এরপর ৮ জনকে আহত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। ৩৬ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

স্থানীয় উদ্ধারকারী দলের নেতা বলেছেন, ভূমিধসের কারণে খনিতে কাজ করা শ্রমিকরা ভেসে যান হ্রদের দিকে। খনিগুলো থেকে মাটি এবং ধ্বংসাবশেষ পাহাড়ের ৩০৪ মিটার নিচে একটি হ্রদে গিয়ে পড়ে। 

নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। তবে ঘটনার দুদিন পর সেই স্তূপের নিচে এখন কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

মিয়ানমারে জেড পাথর উত্তোলন বড় ধরনের ব্যবসা। এর আগে, ২০২০ সালের জুলাইতে একই এলাকায় ভূমিধসে কমপক্ষে ১৬২ জন মারা গিয়েছিলেন।

এএইচ