সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে এনআইসিইউ ও পিআইসিইউ চালু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৩১ পিএম, ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার
সিলেট নগরীর নাইওরপুল এলাকার সিলেট ইম্পেরিয়াল হসপিটালে হাসপাতালে চালু হলো ২০ শয্যা বিশিষ্ট এনআইসিইউ এবং পিআইসিইউ।
সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ডা.এম এ মতিন। বিশেষ অতিথি ছিলেন এমডি অধ্যাপক ডা.সৈয়দ মুসা এম এ কাইয়ুম, অধ্যাপক ডা. জামাল আহমদ চৌধুরী ,অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন চৌধুরী ,অধ্যাপক ডা. শফিকুর রহমান, ডা. এম এ হাই, ডা.নিজাম আহমেদ চৌধুরী, ডি এম ডি সোলায়মান আহসান তানভির, এডি ডা.মোহাম্মদ মুসা।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক এম এ মতিন জানান সাশ্রয়ী মূল্যে সেবা প্রদান এই ব্রত নিয়ে কাজ করাই ইম্পেরিয়াল এর লক্ষ্য। সিলেট এর সেবা খাতে গুণগত পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে ইম্পেরিয়াল হাসপাতাল। প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে ইম্পেরিয়াল হাসপাতালের সেবা চলমান আছে ও ভবিষ্যতে আইসিইউ, সিসিইউ, মডিওলার ওটি সহ অন্যান্য সেবা শিগগিরই চালু হবে বলে তিনি জানান।