ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

শোক দিবস উপলক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আলোচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার

জাতীয় শোক দিবস উপলক্ষে হেপাটাইটিস বি স্ক্রিনিং কর্মসূচি এবং সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৪ আগস্ট) সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হক পল্লব। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল)। হেপাটাইটিস বি ও সি’র ক্ষতিকর দিক। এই রোগের বর্তমান চিকিৎসা ও প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করেন তিনি। 

২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলে গণটিকাদান কর্মসূচি ও হেপাটাইটিস বি’র চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ভ্যাটমুক্ত করতে সরকারকে আহ্বান করেন ডা. মামুন। এছাড়া হেপাটাইটিস চিকিৎসার গবেষণায় ব্যবহৃত বিভিন্ন আধুনিক ওষুধের কথাও তুলে ধরেন তিনি।

এসময় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের লিভার বিশেষজ্ঞ ডা. মোসা. রোকসানা বেগম উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিল বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।

এএইচ