ক্ষমতা নিয়েই জ্বালালি তেলের দাম বাড়ালেন কাকার
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:৩২ পিএম, ১৬ আগস্ট ২০২৩ বুধবার
পাকিস্তানের তত্ত্ববধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার ক্ষমতা নিয়েই দাম বাড়ালেন জ্বালালি তেলের।
দায়িত্ব নেওয়ার পরের দিনই তিনি এ সংক্রান্ত অনুমোদনপত্রে সই করেন।
এরপরই দামবৃদ্ধির ঘোষণা দিয়েছে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার রাত থেকেই নতুন দাম কার্যকর করা হয়েছে দেশটিতে।
এতে প্রতি লিটার ডিজেলের দাম ২০ রুপির বেশি বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে দেশের সামগ্রিক মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে।
নতুন দাম অনুযায়ী, এখন পাকিস্তানিদের প্রতি লিটার পেট্রোল কিনতে হবে ২শ’ ৯০.৪৫ রুপিতে।
এএইচ