সাপের উপদ্রবে অতিষ্ঠ খোকসাবাসী
রঞ্জন ভৌমিক, খোকসা কুষ্টিয়া
প্রকাশিত : ০৩:১১ পিএম, ১৭ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
বর্ষায় নদনদী ও খাল-বিলে পানি বৃদ্ধির সাথে সাথে বিষধর সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় পাঁচ নারী-পুরুষ সাপের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
কুষ্টিয়ার খোকসা উপজেলার পদ্মানদী তীরের গোপগ্রাম, আমবাড়িয়া, শোমসপুর ও শিমুলিয়া ইউনিয়নে এসব নারী-পুরুষ সাপের আক্রমণের শিকার হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গোপগ্রাম ইউনিয়নের সন্তোষপুর গ্রামের রোহান (১৮) নামে এক ছাত্রকে বিষধর সাপের কামড়ালে তাকে অসুস্থ্য অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাকে ফরিদপুর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এছাড়া বুধবার সকাল সাড়ে ৭টায় সাপের কামড়ে আহত হয় রুহুল আমিন (৫০) নামে এক ব্যক্তি। সে চকহরিপুর গ্রামের মকছেদ আলীর ছেলে। বেলা ৩টার পর ঝর্ণা (৩০) নামের অপর এক নারীকে হাসপাতালে আনা হয়। বিকালে আমবাড়ীয়া গ্রামের এলো প্রামানিকের স্ত্রী সালমা (৩৫) সাপের কামড়ে অসুস্থ্য অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাকেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপগ্রাম ইউনিয়নের বাবুর স্ত্রী শ্রাবণী (২১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। এসব রোগীর মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা সবাই নিজবাড়ি থেকে সাপের আক্রমণের শিকার হন।
বুধবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফফাত জাহান তনুজা বলেন, বৃষ্টির পানিতে অধিকাংশ ডোবানালা ভরে গেছে। ফলে সাপ ও অন্যান্য পোকামাকড় ঘরবাড়িতে আশ্রয় নিচ্ছে। তাতে সাপে কাটা রোগীর সংখ্যা বেড়েছে।
যারা হাসপাতালে এসেছে তারা সবাই ভালো আছেন বলে জানান চিকিৎসক তনুজা।
এএইচ