ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে পোস্টার ও লিফলেট বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ১৭ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার

লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পোস্টার, ফেস্টুন, লিফলেট বিতরণ ও মশার ওষুধ ছিটানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে শহরের প্রেস ক্লাবের সামনে পৌরসভার উদ্যোগে পথচারীদের মধ্য এই লিফলেট ও পোস্টার বিতরণ করেন জেলা প্রশাসক বেগম সুরাইয়া জাহান।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রসঙ্গত, লক্ষ্মীপুরে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় ৪১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এমএম//