ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

আল হিলালে নাম লেখালেন বিশ্বকাপ মাতানো বোনো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১ এএম, ১৮ আগস্ট ২০২৩ শুক্রবার

সৌদি আরবে চলছে ফুটবলের নতুন এক বিপ্লব। ক্রিশ্চিয়ানো রোনালদোকে দিয়ে শুরু। এরপর একে একে করিম বেনজেমা, সাদিও মানে, এনগালো কান্তে, রবার্তো ফিরমিনো হয়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। এবার সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে নাম লেখালেন কাতার বিশ্বকাপে মরক্কো রূপকথার নেপথ্য কারিগর ইয়াসিন বোন।

শুক্রবার (১৮ আগস্ট) বাংলাদেশ সময় মধ্যরাতে নিজেদের খেলোয়াড় হিসেবে ৩২ বছর বয়সী ইয়াসিনকে পরিচয় করিয়ে দিয়েছে আল হিলাল। জানা গেছে, শিগগিরই হবে তার মেডিকেল।

স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে দারুণ ছন্দেই ছিলেন বোনো। গতবছরই ক্লাবকে জিতিয়েছেন ইউরোপা লিগের শিরোপা। কিন্তু তাকেই এবার ছেড়ে দিয়েছে সেভিয়া।

এমএম//