ক্যানারি দ্বীপপুঞ্জে দাবানল, সরিয়ে নেয়া হলো ২৬ হাজার মানুষকে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০৪ এএম, ২০ আগস্ট ২০২৩ রবিবার | আপডেট: ১১:০৫ এএম, ২০ আগস্ট ২০২৩ রবিবার
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফের তীব্র দাবানলের কারণে কয়েক হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।
ক্যানারি দ্বীপপুঞ্জের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, এরই মাঝে ২৬ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। আগুনে এখন পর্যন্ত প্রায় ১১টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার রাতে হঠাৎ আকাশে আগুনের তীব্র শিখা জ্বলে ওঠে। পরে হেলিকপ্টারে পানি ফেলতে আসে দমকল কর্মীরা।
মূল স্প্যানিশ ভূখণ্ডের মতো কয়েক বছর ধরে এখানে খরা চলছিল। সাম্প্রতিক বছরগুলোতে গড় বৃষ্টিও কম। কানাডার বর্তমান আগুনও একই কারণে লেগেছে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ২২ হাজার মানুষ দাবানলের কারণে বাস্তুচ্যুত হয়েছে।
এদিকে কানাডিয়ান সরকার জানিয়েছে, প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবানল নিয়ে আলোচনা করার জন্য একটি জরুরি কমিটির আহ্বান করবেন, যা ইনসিডেন্ট রেসপন্স গ্রুপ নামে পরিচিত।
বিশেষজ্ঞরা এটিকে জলবায়ু পরিবর্তন-জনিত সমস্যা হিসেবে অভিহিত করেন।
ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি সতর্ক করেছেন যে, পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে এবং সামনের দিনগুলো বেশ চ্যালেঞ্জিং।
এএইচ