ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

সাতক্ষীরায় পুলিশের অভিযানে স্বর্ণের বার সহ পাচারকারী গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০৪ পিএম, ২০ আগস্ট ২০২৩ রবিবার

সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ৭টি স্বর্ণের বার সহ মাহবুব আলম নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার সময় সাতক্ষীরা শহরের নিউমার্কেট এলাকায় এক অভিযান চালানো হয়। এই অভিযানে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চাঁরি গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে মাহবুব আলমকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইদুল ইসলাম জানান, ভারতে স্বর্ণ পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আগত এসপি গোল্ডেন লাইনে তল্লাশি চালানো হয়। এসময় মাহবুব আলম নামের এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ৭টি বার জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের ওজন ৮১৬ গ্রাম। এর আনুমানিক মূল্য ৬৩ লক্ষ টাকা। ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

এসবি/