আইন শিক্ষা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন ভূঁইয়া একাডেমির
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:২৭ পিএম, ২১ আগস্ট ২০২৩ সোমবার
বাংলাদেশে প্রথমবারের মতো সার্পোটেড ডিসটেন্স লার্নিং শিক্ষা কার্যক্রম চালু করছে বেসরকারি আইনী শিক্ষা প্রতিষ্ঠান ভূঁইয়া একাডেমি। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের স্বনামধন্য হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এলএলবি (অনার্স) সার্পোটেড ডিসটেন্স লার্নিং শিক্ষা কার্যক্রমের নতুন দিগন্ত উন্মোচন করে।
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার উক্ত শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা সমঝোতা বিষয়ক এ অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সিনিয়র অ্যাডভোকেট আনিসুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী, ভূঁইয়া একাডেমির অধ্যক্ষ ড. রাবিয়া ভূঁইয়া, হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট ডিন ড. বারবারা হেনরি এবং ইন্টারন্যাশনাল ডিরেক্টর সায়াজ মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভূঁইয়া একাডেমী ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত বেসরকারি আইনী শিক্ষা প্রতিষ্ঠান যা দূরশিক্ষণ আইন প্রোগ্রামের জন্য পরিচিত এবং বাংলাদেশে হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের একচেটিয়া অংশীদার হিসেবে কাজ করবে। এই এলএলবি (অনার্স) সার্পোটেড ডিসটেন্স লার্নিং কার্যক্রম সরাসরি এবং অনলাইন প্ল্যাটফর্ম উভয় মাধ্যমকে একত্রিত করে শিক্ষার্থীদের বিশ্বমানের আইনি শিক্ষা প্রদান করবে।
মাত্র ৬ লাখ টাকা ফিতে পুরো এলএলবি কোর্স শেষ করতে পারবে শিক্ষার্থীরা।
হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় ৫৫০টিরও বেশি কোর্স নিয়ে ৭০ বছর যাবত গর্বের সাথে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে পড়াশুনার সুযোগ করে দিচ্ছে। দুরশিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে ভূঁইয়া একাডেমি এবং ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার বাংলাদেশে আইনি শিক্ষার এক নতুন যুগের পথ প্রশস্ত করছে।
এএইচ