নির্বাচনের আগেই যুক্তরাজ্য ও সৌদিপ্রবাসীদের ভোটার করবে ইসি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:৪৪ পিএম, ২১ আগস্ট ২০২৩ সোমবার
যুক্তরাজ্য ও সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের আগামী জাতীয় নির্বাচনের আগেই ভোটার তালিকাভুক্তি করবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার দুপুরে আগারগাঁওয়ে কমিশন সভার পর সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।
তিনি বলেন, ‘বাংলাদেশের যারা প্রবাসে থাকেন তাদের এনআইডি করার ক্ষেত্রে যে কার্যক্রমটা চলমান, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পাইলট প্রজেক্টের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আরো দুটি দেশ যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবে কাজ করার অনুরোধ জানিয়েছে।
সেই কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে।’
ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘১৯৮৩ সালের অর্ডিন্যান্স বাংলায় অনুবাদ করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। কোনো পরিবর্তন না করে সেটা শুধু বাংলায় অনূদিত হবে।’
এ ছাড়া নির্বাচন প্রশিক্ষণের ক্যালেন্ডারে পরিবর্তন এসেছে জানিয়ে সচিব বলেন, ‘সংসদ ও উপজেলা নির্বাচনের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা হয়েছে।
মাঠ পর্যায়ে যখন যে দায়িত্বে থাকবেন তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা আপ্যায়ন ভাতা পাবেন।’
৯ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়ে ইসি সচিব বলেন, ‘তফসিলের পর শুরু হবে প্রশিক্ষণ। এর আগে প্রশিক্ষণ যারা দেবেন তাদের প্রশিক্ষণ হবে।
কেআই//