ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

বিএনপি নেতাদের অভিযোগ ভিত্তিহীন: আইজিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০৮ পিএম, ২২ আগস্ট ২০২৩ মঙ্গলবার

অকেজো ও পুরাতন অস্ত্র দিয়ে বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, এমন অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন আইজিপি।

আজ মঙ্গলবার সকালে জাতীয় চক্ষু ইন্সটিটিউটে হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। 

নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার অভিযান চলছে জানিয়ে আইজিপি বলেন, তাদের কাছ থেকে যেসকল অস্ত্র পাওয়া গেছে সেটাই সামনে আনা হয়েছে। 

সাংবাদিকদের এক প্রশ্নে আইজিপি বলেন, আইনের বাইরে গিয়ে কোনো কাজ করার সুযোগ পুলিশের নেই। 

নির্বাচন সামনে রেখে কেউ সহিংসতা করলে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো পুলিশ সদস্যের রাজনৈতিক বক্তব্য দেয়ার বিষয় নজরে আসেনি। দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী।

আইজিপি জানান, হবিগঞ্জ সদর মডেল থানার ওসির সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ একটি বোর্ড গঠন করেছে। সংকট এখনও কাটেনি।

এএইচ