ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

দাম কমেনি সবজির, বেড়েছে মুরগির (ভিডিও)

মাহমুদ হাসান

প্রকাশিত : ০২:৪১ পিএম, ২৫ আগস্ট ২০২৩ শুক্রবার

বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ। বেড়েছে রসুনের দামও। সবজির দরও লাগামছাড়া। পেপে ছাড়া প্রায় সব সবজিই ৮০ থেকে একশ’ টাকায় ঠেকেছে। মসলার বাজারও গরম। ভরা মৌসুমেও কমছে না ইলিশের দর।

প্রায় সব পণ্যের দামই বেড়তি। গত একসপ্তাহে শুধু এলাচের দাম কেজিতে বেড়েছে ছয়’শ টাকা। বেড়েছে জিরার দরও।  

পেঁয়াজের বাজার অস্থিতিশীল। দেশী পেঁয়াজের দাম বেড়েই চলেছে। যদিও হাইব্রিড এবং ভারতীয় পেঁয়াজের দর কিছুটা কম। 

আদা আগের বাড়তি  দরে বিক্রি হলেও রসুনের দাম কেজিতে বিশ টাকা বেড়েছে।

বাজারে সবচে সস্তার সবজি পেঁপের কেজি চলি­শ টাকা। গ্রীষ্মকালীন বাকি সব সবজিই আশি থেকে একশ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ, ১৬০, গাজর ১৮০ ও শিম বিক্রি হচ্ছে দু’শ টাকায়।

দেশী মুরগী আগের বাড়তি দরেই বিক্রি হচ্ছে। তবে ব্রয়লারের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে।

ভরা মৌসুমেও কমছে না ইলিশের দর। অন্য মাছের বাজারও বেশ চড়া। 

ডিমের দাম কমার কোনো লক্ষন নেই। বিক্রি হচ্ছে  আগের বাড়তি দরেই। মাংসের বাজারে খাশি এগারো‘শ আর গরুর মাংস সাড়ে সাতশ টাকায় বিক্রি হচ্ছে। 

এমএম//