ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

মেঘনায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:১৫ পিএম, ২৬ আগস্ট ২০২৩ শনিবার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ মো. শাহজাহানের (৪০) এর মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এর আগে ওই নৌকা ডুবির ঘটনায় ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে মেঘনা নদীর আঠারোবেকি এলাকা থেকে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. শাহজাহান হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের ছেলে। সে কৃষি দিনমজুরের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে চরচেঙ্গা ঘাট সংলগ্ন এলাকা থেকে বিচ্ছিন্ন দ্বীপ চর আতাউরে কৃষি কাজ করার জন্য নৌকা যোগে যাচ্ছিলেন মাঝি-মাল্লা সহ ৩৫ জন কৃষক দিনমজুর। তাদের নৌকাটি চর আতাউরের কাছাকাছি পৌঁছলে প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে মেঘনা নদীতে ডুবে যায়। এসময় পার্শ্ববর্তী মাছ ধরার একটি ট্রলারের সহযোগিতায় ডুবে যাওয়া নৌকা থেকে ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন দিনমজুর শাহজাহান।  

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এইচ এম এম হারুন অর রশিদ মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য গতকাল থেকে অভিযান চালায় কোস্টগার্ড। সকালে মেঘনায় ভাসমান অবস্থায় শাহজাহানের মৃতদেহটি উদ্ধার করে তমরদ্দি পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। তারা নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে আইনানুগ ব্যবস্থা গ্রহন শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করবে।
কেআই//