ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

রায়পুরায় নিষেধাজ্ঞা না মেনেই চলছে মেঘনা নদীর বালু উত্তোলন (ভিডিও)

রত্না জামান

প্রকাশিত : ১২:২৪ পিএম, ২৭ আগস্ট ২০২৩ রবিবার

নিষেধাজ্ঞা অমান্য করেই নরসিংদীর রায়পুরায় মেঘনা নদী থেকে চলছে বালু উত্তোলন। ভাঙ্গন রোধে গত ৩ বছর ধরে কোন বালুমহালের ইজারা দেয়নি প্রশাসন। কিন্তু তাতে থেমে নেই বালুখেকোরা। ড্রেজার দিয়ে দিন-রাত তুলে নিচ্ছে বালু। আর এতে নদী ভাঙ্গনের হুমকির মুখে জেলার বেশ কিছু এলাকা।

প্রভাবশালীদের যোগসাজসে অবাধে চালাচ্ছে এই বালু উত্তোলন। এলাকাবাসী বাঁধা দিতে গেলে চালানো হয় মামলা-হামলার হুমকীসহ নির্যাতন।

এভাবে বালু উত্তোলনের ফলে ব্রাহ্মণবাড়িয়াসহ রায়পুরা উপজেলার চানপুর, কালিকাপুর, মাঝেরচর, সাহেরখোলা, চর কেদেরখোলাসহ বেশ কিছু অঞ্চল রয়েছে ভাঙ্গন হুমকীতে। 

বালু উত্তোলনের বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। 
পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন বলছে, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা।     

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র সংকর চক্রবর্তী বলেন, "বালু উত্তলনের ব্যপারে আমাদের পানি উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়। এখানে অবৈধভাবে বালু উত্তোলন কখনই মেনে নেওয়া হবে না।"   

রায়পুরার চরাঞ্চলের লাখো মানুষের বসতিসহ ফসলী জমি রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসির। 

এমএম//