ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বরিশালে ব্যাংক এশিয়ার মানিলন্ডারিং-সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৪ পিএম, ২৭ আগস্ট ২০২৩ রবিবার | আপডেট: ০৮:১৫ পিএম, ২৭ আগস্ট ২০২৩ রবিবার

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর সহযোগতিায় সম্প্রতি বরিশালের পূর্ব পাংশায় ব্র্যাক লার্নিং সেন্টারে দিনব্যাপী মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ র্কমশালা আয়োজন করেছে ব্যাংক এশিয়া লিমিটেড।  

বিএফআইইউ-এর পরিচালক মোঃ আরিফুজ্জামান কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এবং অ্যাকব (এএসিওবিবি)-এর চেয়ারম্যান জনাব জিয়াউল হাসানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিএফআইইউ-এর যুগ্ম-পরিচালক মোহাম্মদ ওমর শরীফ, উপ-পরিচালক মোঃ আশরাফুল আলম ও মোঃ মুশফিকুল ইসলাম রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন।

কর্মশালায় বরিশাল জেলার ৪৫ টি এবং ঝালকাঠি জেলার ২৬টি ব্যাংকের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপক পদ মর্যাদার মোট ৮০ জন র্কমর্কতা অংশগ্রহণ করেন।
কেআই//