বড়পুকুরিয়া কয়লা খনিতে দুই মাস উত্তোলন বন্ধ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত : ০২:৪৭ পিএম, ৩০ আগস্ট ২০২৩ বুধবার
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে দুই মাসের জন্য কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ করা হয়েছে। তবে দুই মাসের কয়লার মজুত থাকায় বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সংকট হবে না।
বর্তমান ফেইসে কয়লা না থাকায় বুধবার সকাল থেকে উত্তোলন কার্যক্রম বন্ধ করে কর্তৃপক্ষ।
গত ২৫ এপ্রিল বড়পুকুরিয়া কয়লা খনির এক ১১শ ১৩ ফেইস থেকে কয়লা উত্তোলন শুরু হয়। ওই ফেইস থেকে তিন লাখ ৭৫ হাজার টন কয়লা উত্তোলনের পর সেগুলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হয়। ফেইসের মজুত শেষ হয়ে যাওয়ায় নতুন ফেইসে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য কয়লা উত্তোলন বন্ধ করা হয়েছে।
নতুন ফেইস থেকে প্রায় দুই লাখ ১০ হাজার টন কয়লা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
খনির ব্যবস্থাপনা পরিচালক জানান, বন্ধ করে দেয়া ফেইজের কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩ লাখ ২০ হাজার টন থাকলেও সেখান থেকে ৩ লাখ ৭৫ হাজার টন কয়লা উত্তোলন করা হয়েছে। বন্ধ করে দেয়া ফেইজ থেকে যন্ত্রপাতি সরিয়ে নতুন ১৪’শ ১২ ফেইজে স্থাপন করা হবে। নতুন করে কয়লা উত্তোলনে যেতে দুই মাস সময় লাগলেও বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনে কোন সমস্যা হবেনা বলেও জানান তিনি।
এএইচ