ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

পেসার এবাদতের বিশ্বকাপের স্বপ্ন শেষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ৩০ আগস্ট ২০২৩ বুধবার | আপডেট: ০৪:০৮ পিএম, ৩০ আগস্ট ২০২৩ বুধবার

হাঁটুর ইনজুরিতে বিশ্বকাপ শেষ হয়ে গেলো পেসার এবাদত হোসেনের। করাতে হবে অস্ত্রোপচার, ৬ থেকে ৮ মাসের জন্য থাকতে হবে মাঠের বাইরে।

জুলাইয়ে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে হাঁটুর ইনজুরিতে পড়েন এবাদত। এতে ছিটকে পড়েন এশিয়া কাপ থেকে। 

তবে আশা ছিলো ফিট হয়ে ফিরবেন বিশ্বকাপে। সে স্বপ্নে বড় ধাক্কা খেলো ডানহাতি এই পেসার।

ইংল্যান্ডের চিকিৎসক তার হাঁটুর অবস্থা পর্যবেক্ষণ করে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। লিগামেন্ট অপারেশনের পর পুনর্বাসনের জন্য লম্বা সময় থাকতে হবে মাঠের বাইরে। 

ফলে বিশ্বকাপে এই গতিদানবের সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ। 

অস্ত্রোপচারের কথা নিজেই জানিয়েছেন এবাদত ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘জীবনে প্রথমবার অপারেশন থিয়েটারে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ভরসা।’

আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। 

এএইচ