ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

যমুনার পানি বিপৎসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৪১ এএম, ৩১ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার

সিরাজগঞ্জে বেড়েই চলেছে যমুনা নদীর পানি। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। 

যমুনার পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার কিছু কিছু বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে নদী পাড়ের রাস্তাঘাটও। এতে এসব এলাকার মানুষের মাঝে বেড়েছে বন্যা দুর্ভোগ।

পাশাপাশি এসব এলাকার রোপা আমন, আখ, বীজতলাসহ সবজি বাগান তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, পাহাড়ি ঢল ও উজানে ভারী বর্ষণে গত কয়েকদিন ধরে যমুনার পানি বাড়ছে। তবে কোন আতঙ্ক নয়, বড় ধরনের বন্যা হবার সম্ভবনা নেই বলে জানান তিনি। 

এএইচ