ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৪ ১৪৩১

সমাবেশে মিছিল নিয়ে যোগ দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৫১ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার | আপডেট: ০২:৫২ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

সারাদেশের বিভিন্ন জেলা,  উপজেলা ও ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ইতোমধ্যই সমাবেশে যোগ দিতে শুরু করেছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সমাবেশ শুরু হবে বিকেল ৩ টায়। সমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার আগেই দেখা গেছে, ছাত্রলীগের নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করছেন। উদ্যানের রমনা কালী মন্দির গেট, বাংলা একাডেমির সামনের গেট ও টিএসসির গেট দিয়ে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে প্রবেশ করছেন।

সরেজমিন ঘুরে দেখা যায়, বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েক হাজার শিক্ষার্থী কালী মন্দিরের গেট দিয়ে উদ্যানে প্রবেশ করেন। এ ছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরাও ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলের মাঠ, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, বাংলাদেশ সচিবালয়, জাতীয় প্রেসক্লাব, দোয়েল চত্ত্বর, টিএসসির আশেপাশে নেতাকর্মীদের ছোট ছোট মিছিল নিয়ে অবস্থান করতেও দেখা যায়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বলেন, আমরা আমাদের ক্যাম্পাস থেকে কয়েক হাজার শিক্ষার্থী নিয়ে সমাবেশ স্থলে যোগ দিয়েছি। ছাত্রলীগের মহাসমাবেশকে সফল করতেই আমাদের ইউনিটের সকল নেতাকর্মী একযোগে সমাবেশে অংশগ্রহণ করেছে।

সূত্র: বাসস

এসবি/