সোহরাওয়ার্দীতে ছাত্রলীগের সমাবেশে প্রধানমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫২ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার | আপডেট: ০৪:০৬ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেলা সাড়ে তিনটার দিকে সমাবেশের মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি।
এর আগে বৃষ্টি উপেক্ষা করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সংগঠনটির ছাত্র সমাবেশে যোগ দিতে স্লোগান দিয়ে সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যায় তাদের।
আনুষ্ঠানিকভাবে শুক্রবার বিকেল ৩টায় এ সমাবেশ শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে এ সমাবেশে ভাষণ দেবেন।
সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ ঘুরে দেখা যায়, নেতা-কর্মীরা দুপুর ১২টার আগ থেকেই সমাবেশস্থলে প্রবেশ শুরু করেন। উদ্যানের কালী মন্দির গেট, বাংলা একাডেমির সামনের গেট ও টিএসসির গেট দিয়ে ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীদের প্রবেশ করতে দেখা যায়।
বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েক হাজার শিক্ষার্থী কালী মন্দিরের গেট দিয়ে উদ্যানে প্রবেশ করেন। এ ছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরাও ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গেটের চারপাশে ছোট মিছিল নিয়ে অবস্থান করতে দেখা যায় নেতা-কর্মীদের। অনেকে সমাবেশস্থলে প্রবেশ না করলেও মাঠের চারপাশে অবস্থান করেন।
সমাবেশে যোগ দিতে আসা রংপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহানুর ইসলাম সৌরভ বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে রাজধানীর টিএসসি গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। ওই সময় নেতা-কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’, ‘বিএনপি-জামায়াতের কালো হাত, ভেঙে দাও’ স্লোগান দিতে থাকেন।
নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান প্রায় ৩ হাজার নেতা-কর্মী নিয়ে দুপুর ১২টার দিকে টিএসসি গেটে আসেন।
শাওন বলেন, ‘আমরা নেত্রকোণা থেকে ৩৪টি বাস, ১১টি হাইএস গাড়ি এবং পাঁচটি প্রাইভেট কার নিয়ে এসেছি। আজকের সমাবেশ ঘিরে সারা দেশেই একটা উৎসবের আমেজ শুরু হয়েছে।
‘আমরা দেশের যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি। যখনই হাইকমান্ড থেকে নির্দেশনা আসবে, বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে রাস্তায় নেমে যাব।’ৱ
এমএম//