ভারত-পাকিস্তান মহারণ আজ
আকাশ উজ্জামান
প্রকাশিত : ০৯:০৩ এএম, ২ সেপ্টেম্বর ২০২৩ শনিবার
এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ কাল। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বাইশ গজে আলো ছড়াবেন কে? কোহলি না বাবর আজম? বল হাতেই বা জ্বলে উঠবেন কে? আফ্রিদি, বুমরাহ না-কি অন্য কেউ? উত্তেজনার বারুদে ঠাসা চির প্রতিদ্বন্দ্বিদের ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বিনা যুদ্ধে কেউ কাউকে যে ছাড় দেবে না।
বিশ্বকাপের আগে ভারত-পাকিস্তান ব্লকবাস্টার ম্যাচ। দুই চির প্রতিদ্বন্দ্বীর লাড়াইয়ের উত্তাপ ছড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্বে।
এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বরাবরই রাজত্ব করে আসছে ভারতীয়রা। সর্বোচ্চ ৭ বার শিরোপা ঘরে তুলেছে। রোহিত শর্মার নেতৃত্বে এবারও সেই পথেই থাকতে চায় টিম ইন্ডিয়া।
দুই দলের সবশেষ দেখা গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেবার চার উইকেটের জয় তুলে নিয়েছিল ভারত। এশিয়া কাপের পরিসংখ্যানেও এগিয়ে ভারত। ১৬ ম্যাচের মুখোমুখি দেখায় ৯ ম্যাচেই জিতেছে ভারত।
তবে এবার খেলা ওয়ানডে ফরমেটে। র্যাঙ্কিংয়ে এখন সবার উপরে পাকিস্তান। এই সংস্করণে ব্যাটিং র্যাঙ্কিংয়ে সেরা পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ভারতের অনিচ্ছায় এশিয়া কাপটাও সম্পূর্ণ আয়োজন করতে পারেনি তারা। জবাবটাও তাই ব্যাটে-বলেই দিতে চাইবে পাকিস্তান।
ছেড়ে কথা বলবে না ভারতও। ব্যাটিংয়ে কোহলি-রোহিতের সাথে বোলিংয়ে বুমরাহ-শামীদের রসায়ন মিলে গেলে যে কোনো দলকেই গুড়িয়ে দিতে পারে ভারত।
সবমিলিয়ে জমজমাট এক ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।
এএইচ