ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে বাড়ছে নদ-নদীর পানি, ডুবছে নিম্নাঞ্চল

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১১:৪৭ এএম, ২ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

উত্তরাঞ্চলসহ বিভিন্ন স্থানে বাড়ছে নদ-নদীর পানি। তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ বেড়েছে। এদিকে লক্ষ্মীপুরে অস্বাভাবিক জোয়ারে বেড়ীর বাঁধ ভেঙ্গে সৃষ্টি হয়েছে বন্যা। তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি এবং মাছের ঘের।

গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বেড়েছে। যমুনা নদীর ফুলছড়ি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর , সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটার অন্তত ৪০টি চরাঞ্চলের বাড়িঘরে পানি উঠেছে। 

সিরাজগঞ্জের যমুনার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাড়ছে যমুনার শাখা নদ-নদীর পানিও। তলিয়ে গেছে কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুর উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের রাস্তাঘাট। 

তবে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, আরও দু-একদিন যমুনার পানি সামান্য বাড়লেও আতঙ্কের কিছু নেই। 

লক্ষ্মীপুরে অস্বাভাবিক জোয়ারে বেড়ী বাঁধ ভেঙ্গে সৃষ্টি হয়েছে বন্যা। ভাটায় নামলেও জোয়ারে আবার পানি ঢুকছে। ভাঙ্গনের কবলে পড়ে  মোজু চৌধুরী হাটের চর রমনীমোহন ও কমলনগর চর ফলকন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে রাস্তাঘাট, ঘরবাড়ি এবং মাছের ঘের তলিয়ে গেছে। এসব এলাকার মানুষের দিন কাটছে চরম দুর্ভোগে।

লক্ষ্মীপুরে কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বেড়িবাঁধ। অতি জোয়ারে বাধের বেশ কিছু পয়েন্ট ঝুঁকির মধ্যে পড়েছে। 

এএইচ