সিরাজগঞ্জে নসিমন খাদে পড়ে চালক নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৪:২৫ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৩ শনিবার
সিরাজগঞ্জের তাড়াশে নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচ খাদে পড়ে মাহতাব প্রামানিক (৩২) নাম এক চালক নিহত হয়েছেন।
শনিবার ভোরে তাড়াশ-নিমগাছী আঞ্চলিক সড়কের চন্ডিভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘট। নিহত মাহতাব প্রামানিক তাড়াশের আসানবাড়ি গ্রামের মৃত মুসা প্রামানিকর ছেলে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মা: শহিদুল ইসলাম ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মাহতাব প্রামানিক তার নসিমন নিয়ে ভাড়ায় যাবার পথে গাড়ীর সামনের চাকা ফেটে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তখন ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
এএইচ