দাম বাড়ল এলপি গ্যাসের
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৩০ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৩ রবিবার | আপডেট: ০৩:৩৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৩ রবিবার
এলপিজির দাম বেড়েছে। ১২ কেজির সিলিন্ডারে ১৪৪ টাকা বাড়ানো হয়েছে। কেজি প্রতি এলপি গ্যাসের দর ১০৭.০১ টাকা হিসেবে ১২ কেজি নতুন দর নির্ধারণ করা হয়েছে ১২৮৪ টাকা। অটো গ্যাস প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ৫৮.৮৭ টাকা।
নতুন এই দর আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
গত আগস্ট মাসে ১২ কেজির দর ছিল ১১৪০ টাকা, আর অটো গ্যাসের দাম ছিল প্রতি লিটার ৫২.১৭ টাকা। জুলাই মাসে ছিল সবচেয়ে কম দর, প্রতি লিটাদের দাম ছিল ৪৬.৪৯ টাকা। আর ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ৯৯৯ টাকা।
রোববার দুপুরে বিইআরসির হলরুমে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করেন চেয়ারম্যান মো. নূরুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।
এমএম//