ঢাকা, শনিবার   ২৯ জুন ২০২৪,   আষাঢ় ১৪ ১৪৩১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে তিন পরিবর্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৩ রবিবার | আপডেট: ০৩:৫৭ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৩ রবিবার

এশিয়া কাপে টিকে থাকার বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দলে  তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে সাকিবের দল।

মেহেদি হাসান মিরাজকে নিয়ে ওপেন করতে নামেন মোহাম্মদ নাইম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভার শেষে বিনা উইকেটে ৩৭। এর মধ্যে নাঈমের ব্যাট থেকে আসে ২২ রান এবং মিরাজ ৫ রানে ব্যাট করছেন।

রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাকিব। 

শামীম পাটোয়ারি, আফিফ হোসেন ও হাসান মাহমুদকে একাদশে নেয়া হয়েছে। এই তিনজনের জন্য বাদ পড়েছেন তানজিদ তামিম, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান।

টস জিতে সাকিব আল হাসান বলেন, ‘তিনটি পরিবর্তন আনা হয়েছে। আশা করছি ভালো কিছু হবে। উইকেটের চরিত্র দেখেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি।’

আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি বলেন, ‘আমরাও ব্যাট করতে চেয়েছিলাম। তবুও চেষ্টা করবো ওদেরকে (বাংলাদেশ) কম রানে বেধে রাখতে।’

বাংলাদেশ একাদশ

মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ

রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব-উর রহমান, ফজল হক ফারুকি।

এএইচ