ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

হিলিতে আমদানির পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০ টাকায়

সালাহউদ্দিন বকুল, হিলি থেকে

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার

ক্রেতা সংকটে আমদানির পেঁয়াজ বিক্রি করতে না পেরে বিপাকে হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। অতিরিক্ত গরমে পেঁয়াজ পচে নষ্ট হওয়ায় কম দামে বিক্রি করে লোকসানে তারা। তবে কম দামে কিনতে পেরে খুশি পাইকারসহ নিন্মআয়ের মানুষ। 

পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। কিন্তু ভারতে বৃষ্টির মধ্যে লোডিং হওয়ায় আমদানির পেঁয়াজের মান খারাপ আসছে। দেশেও অতিরিক্ত গরমে পচে নষ্ট হচ্ছে। এর উপর বাড়তি দামে ক্রেতা সংকটে আরও বিপাকে আমদানিকারকরা।

বাড়তি দামে পেঁয়াজ আমদানি করে কমদামে বিক্রি করতে হওয়ায় লোকসানে তারা। তার ওপর পেঁয়াজগুলো ফ্যান দিয়ে শুকানো ও বাছাই করা হচ্ছে। 

এদিকে কমদামে এসব পেঁয়াজ কিনে কেউবা খাচ্ছেন আবার কেউবা বিক্রি করছেন। 

তবে দ্রুত খালাস করে বাজারজাতে সব ধরনের ব্যবস্থা রেখেছে বন্দর কর্তৃপক্ষ। 

হিলি স্থলবন্দর জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, “যেহেতু বর্ষা তাই সব প্রস্তুতি রয়েছে।”

বন্দরে ভালোমানের পেঁয়াজ ৫০ থেকে ৫৫ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। তবে আমদানিকারকদের গুদামগুলোতে ভালোমানের পেঁয়াজ ৪৫ টাকা আর নিন্মমানের পেঁয়াজের দাম দাঁড়াচ্ছে ১০ থেকে ৩০ টাকায়। 

এএইচ