ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪,   আষাঢ় ১৩ ১৪৩১

লিবিয়ায় আটকেপড়া ১৫১ বাংলাদেশি দেশে ফিরেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার

উন্নত জীবনের আশায় পরিবার ও দেশের মাটি ছেড়ে গিয়েছিলেন লিবিয়ায়। অবৈধভাবে যাওয়ায় অনেকে বিপদে আবার অনেকে হয়েছেন পুলিশের হাতে আটক। এমনই বিপদগ্রস্ত ১৫১ বাংলাদেশিকে উদ্ধার করে দেশে ফেরত পাঠালো আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। বিস্তারিত রাসল খানের প্রতিবেদনে।

এভাবেই শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সারিবদ্ধভাবে বাইরে বেড়িয়ে আসেন লিবিয়া ফেরত ১৫১ জন অভিবাসী।

উন্নত জীবন গড়ার আশায় বিভিন্ন পস্থায় লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন প্রবাসীরা। কারো যাওয়ার কথা সৌদি আরব। কেউ আবার ইউরোপে। তবে, শেষ গন্তব্যে যাই হোক লিবিয়ায় আটকে যায় দেশ থেকে যাওয়া দেড় শতাধিক শ্রমিকের চলার পথ।

লিবিয়ার বেনগাজি শহরের গানফুদা ডিটেনশন সেন্টারে আটকসহ সেখানে বিপদগ্রস্ত অবস্থায় ছিলেন এসব শ্রমিকরা। যাদের উদ্ধার করে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দেশে পাঠায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা।

লিবিয়া ফেরত প্রবাসীরা জানান, সেখানে গিয়ে বিপদে পড়ার ভয়াবহতার কথা। আর বৈধ কাগজ না থাকায় পুলিশের হাতে ধরা পড়ার ভয় যেন নিত্যদিনের সঙ্গী।

অভিবাসীরা বলেন, অবৈধভাবে থাকতে গিয়ে কখনো ঘুষ দিতে হয়েছে সেখানকার পুলিশ ও মাফিয়া চক্রকে।

এতো ঝক্কি ঝামেলা শেষে নিজ দেশে ফিরতে পেরে সবার মুখেই ছিল প্রশান্তির ছাপ। তবে, বিরাট অংঙ্কের লোকশান ও অনিশ্চিত ভবিষৎ নিয়ে কপালে চিন্তার ভাজ তাদের।

এএইচ