ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

আফগানদের হারিয়ে সুপার ফোরে লঙ্কানরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার

এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। ২৯২ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। তবে ৩৭.১ ওভারের মধ্যে এ রান টপকাতে না পারায় সুপার ফোরে চলে যায় লঙ্কানরা। এদিকে শেষ পর্যন্ত ম্যাচও জিততে পারেনি আফগানরা। 

প্রথমে ব্যাটিং করতে নেমে ৫০ ওভার শেষে করে ৮ উইকেটে ২৯১ রান করেছিল শ্রীলঙ্কা। কাজেই, আফগানিস্তানকে সুপার ফোরে যেতে হলে ৩৭.১ ওভারের মধ্যেই নিজেদের জয় নিশ্চিত করতে হতো। সেটা পারেনি তারা। শেষ পর্যন্ত  ৩৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৮৯ রান তুলেছে। তাতে ২ রানের জয়ে আসরে টিকে রইলো শ্রীলঙ্কা।

কেআই//