ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪,   আষাঢ় ১৩ ১৪৩১

চাপ সামলে সাকিব-মুশফিকের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার | আপডেট: ০৫:২৮ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। শুরুতেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে দল, তবে ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছে টাইগাররা।

স্বাগতিক পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার দিবারাত্রির এ ম্যাচের মধ্য দিয়ে শুরু হয়েছে সুপার ফোর রাউন্ড।

২১ ওভার ১ বলে ৪ উইকেটে ১০৯ রান করেছে বাংলাদেশ। লিটন দাশ ১৬ রান করে ফিরে গেছেন, মেহেদি হাসান মিরাজ শূন্য, মোহাম্মদ নাইম ২০ ও তৌহিদ হৃদয় ২ রানে ফিরেছেন। ৩৮ রান নিয়ে মাঠে আছেন সাকিব আল হাসান ও ২৭ রানে মুশফিকুর রহিম।

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিন পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে ওঠে পাকিস্তান। অন্যদিকে দুই পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে পা রাখে টাইগাররা।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শামীম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম, ইমাম-উল-হক, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

এমএম//