চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ০২:৫৬ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার
চুয়াডাঙ্গায় মাদক মামলায় রফিক নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামি রফিক (৪১) চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলৎদিয়াড় গ্রামের চুনুরীপাড়ার মৃত ফজলূল হকের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ৪ মার্চ বেলা ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়া গ্রামের চুনুরীপাড়ার বাড়ির উঠানে মৃত ফজলূল হকের ছেলে রফিকের দেহ তল্লাশী করে ১৯ অ্যাম্পল বুপ্রেনরফাইন ইনজেকশন জব্দ করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ রফিককে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক উপরোক্ত রায় প্রদান করেন। এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বেলাল হোসেন-পিপি সন্তোষ প্রকাশ করেছেন।
এএইচ