ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১১ ১৪৩১

সবসময় বলুন, বেশ ভালো আছি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

আপনার জীবনের সব ধরনের প্রাপ্তি ও সাফল্য এবং আপনার যা আছে তার সবকিছুর জন্যেই আন্তরিকভাবে কৃতজ্ঞ হোন। ধন্যবাদ জানান স্রষ্টাকে।

গভীরভাবে তাকান নিজের দিকে। একটু ভাবলেই আপনি আপনার জীবনে পেয়ে যাবেন এমন অসংখ্য উপলক্ষ, যার জন্যে আপনিও অনুভব করবেন— অন্য অনেকের চেয়ে আপনি অনেক ভালো আছেন ।

তাই প্রতিদিন ভোরে ঘুম ভাঙতেই বলুন : শোকর আলহামদুলিল্লাহ/ হরি ওম/ প্রভু তোমাকে ধন্যবাদ/ থ্যাংকস গড, একটি নতুন দিনের জন্যে। ভেতর থেকে অনুভব করুন শুকরিয়া ও কৃতজ্ঞচিত্ততা। কুশল বিনিময়কালে এবং দিনে যখনই সময় পান, বলুন, ‘শোকর আলহামদুলিল্লাহ! বেশ ভালো আছি।' আপনি সত্যিই ভালো থাকবেন।

এসবি/