ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

শান্তিপূর্ণভাবে মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচন সম্পূর্ণ হয়েছে: ইএমএফ চেয়ারম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার | আপডেট: ০৮:১৬ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৩ শনিবার

দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচন ৯ সেপ্টেম্বর শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি শাসিত দেশটির সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির অধীনে মালদ্বীপের নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজন করেছে। ২,৮২,৩৯৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোন প্রকার বাধার সম্মুখীন হয়নি বলে পর্যবেক্ষকদেরকে জানিয়েছে। 

সাধারণ ভোটাররা মনে করেন নির্বাচন কমিশন শক্তিশালী ও আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোর হলে নির্বাচনে সরকার বা কোনো পেশিশক্তি প্রভাব বিস্তার করতে পারেনা।

দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের সংগঠন ইলেকশন মনিটরিং ফোরাম এর চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলীর নেতৃত্বে ৩ সদস্যের পর্যবেক্ষক টিম মালদ্বীপে অবস্থান করছেন। অন্যান্যদের মধ্যে রয়েছেন ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক ড. মো. আজাদুল হক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি আবু সালেহ ইয়াহিয়া। 
কেআই//