ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৪ ১৪৩১

চীনে বিয়ের জন্য প্রচারনা, সমালোচনার ঝড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩ রবিবার

সম্প্রতি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ে সংক্রান্ত একটি ফ্যাশন ট্রেন্ড ঝড় তুলে তুলেছে। চীনের জন্মহার বাড়াতে এবার ‘বিয়ে করা মঙ্গলজনক’ এরকম একটি প্রচারনা শুরু হয়েছে। তবে বিয়েতে অনাগ্রহী এরকম কিছু মেয়েরা বরাবরের মত এর বিপক্ষে কথা বলেছে।

একটি উল্লেখযোগ্য সংখ্যক মেয়েরা বলেছে, এই প্রচারনা মেয়েদেরকে অর্থনৈতিক স্বাধীনতায় নিরুৎসাহিত করছে। এই ট্রেন্ডটি বর্তমানে চীনে বেশ জনপ্রিয় হয়েছে। এর পেছনে দেশটির কিছু জনপ্রিয় ব্যক্তিত্ব প্রভাবক হিসাবে কাজ করছে।

তারা বলছে, মেয়েদের একজন কার্যকর স্বামী দরকার। আর বিয়ের পর মেয়েদের আরো আকর্ষনীয় লাগে। এছাড়া জন্মহার বাড়াতে বিয়ের বিকল্প নাই। চীনে এই ট্রেন্ডটি শুরু হয়েছে ২০২১ সালে একটি টিভি পোগ্রামের মধ্য দিয়ে। তবে চীনের কিছু মেয়েরা বর্তমানে এ ট্রেন্ডের বিপক্ষে অবস্থান নিয়েছে। রীতিমতো ‘বিবাহীত জীবন কঠিন’ এরকম হ্যাশট্যাগ দিয়ে বিপরীতমূখী প্রচারনাও শুরু করেছে।

সূত্র : রয়টার্স

কেআই//