ঢাকা ছাড়লেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:২৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২৩ সোমবার
রাষ্ট্রীয় সফরের আনুষ্ঠানিকতা শেষে ঢাকা ছেড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর তিনটায় ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে প্যারিসের উদ্দেশে রওনা হন তিনি।
বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং সাবের হোসেন চৌধুরী।
রোববার (১০ সেপ্টেম্বর) রাত ৮টায় ভারতে জি-২০ সম্মেলন শেষে দুই দিনের সফরে ঢাকায় অবতরণ করেন ম্যাক্রোঁ। রাতে সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় ম্যাক্রোঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে বিমানবন্দর থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছান তিনি।
ফ্রান্সের প্রেসিডেন্টের সফরে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট ও বাংলাদেশের শহুরে অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক এবং একান্ত বৈঠকের পর তাদের উপস্থিতিতে এসব চুক্তি স্বাক্ষর হয়।
এসবি/