ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

খিলক্ষেতে ৫টি বাড়ির বর্ধিত অংশ ভেঙে দিয়েছে রাজউক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার

নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ৫টি বাড়ির বর্ধিত অংশ ভেঙে দেয়া হয়েছে। এছাড়া দুটি ভবন মালিককে জরিমানা করা হয়েছে ২ লাখ টাকা।

মঙ্গলবার রাজধানীর খিলক্ষেত এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালায় রাজউক। 

সেসময় নিয়ম লঙ্ঘন করায় ও অবৈধভাবে সড়ক দখল করে ভবন নির্মাণ করায় ৫টি ভবনের বর্ধিতাংশ ভেঙ্গে দেয়া হয়েছে। 

দখলদার যতই শক্তিশালী হোক, কাউকে ছাড় দেয়া হবে না হুশিয়ারি করেছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

এএইচ