ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

জাপানের মন্ত্রিসভায় রদবদল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৫২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৩ বুধবার

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে রদবদল এনেছেন। তিনি নতুন করে পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিয়েছেন।

আজ বুধবার সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো এ কথা জানিয়েছেন।

তিনি জানান, নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সাবেক বিচারমন্ত্রী ইয়োকো কামিকাওয়া। তিনি ইয়োশিমাসা হায়াশির স্থলাভিষিক্ত হয়েছেন। নতুন মন্ত্রিসভার পাঁচ নারীর মধ্যে কামিকাওয়া একজন।

এদিকে প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসুকাজু হামাদার জায়গায় নতুন মন্ত্রী হয়েছেন মিনোরু কিহারা।

এএইচ