ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

স্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টা পর মারা গেলেন সোহানুর রহমান সোহান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৩ বুধবার | আপডেট: ০৭:৩৯ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৩ বুধবার

সোহানুর রহমান সোহান

সোহানুর রহমান সোহান

স্ত্রীর মৃত্যু শোক সইতে না পেরে একদিন পর মারা গেলেন পরিচালক সোহানুর রহমান সোহান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আজ বুধবার সন্ধ্যায় তিনি মারা যান।

এ তথ্য নিশ্চিত করে পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত বলেন, সোহানুর রহমান সোহান মারা গেছেন, এটা সত্য।

স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে। উত্তরার একটি হাসপাতালে তিনি মারা গেছেন। আমি শুটিং স্পট থেকে উত্তরায় যাচ্ছি।’

গতকাল সোহানুর রহমান সোহানের স্ত্রী মারা গেছেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর একদিন পরেই মারা গেলেন সোহানুর রহমান সোহান।

কাজী হায়াত বুধবার সন্ধ্যায় বলেন, ‘গতকাল মঙ্গলবার সোহানুর রহমান সোহানের স্ত্রী ব্রেইন স্ট্রোক করে মারা গেছেন। এই শোক সম্ভবত সহ্য করতে পারেননি।

সোহানুর রহমান সোহান শিবলি সাদিকের সহকারী হিসেবে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ (১৯৮৮)।

এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম ছবির পরিচালকও তিনি।

এ পরিচালকের উল্লেখযোগ্য চলচ্চিত্র হল: ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘স্বজন’ (১৯৯৬), ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’ (১৯৯৯)।

কেআই//