সোমবার ভিয়েতনাম যাবে বাংলাদেশ অনুর্ধ-১৭ নারী ফুটবল দল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার
এএফসি অনুর্ধ্ব-১৭ নারী এশিয়া কাপ ২০২৪ ফুটবল টুর্নামেন্টের বছাইপর্বে অংশ নিতে আগামী সোমবার (১৮ সেপ্টেম্বর) ভিয়েনামের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ নারী দল। সেখানে আগামী ২০ থেকে ২৪ সেপ্টেম্বর বছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ।
অস্ট্রেলিয়া, ফিলিপাইন, ও স্বাগতিক ভিয়েতনামের সঙ্গে এইচ গ্রুপে পড়া বাংলাদেশ আগামী ২০ সেপ্টেম্বর গ্রুপের প্রথম ম্যাচে ফিলিপাইনের মোকাবেলা করবে। এরপর ২২ সেপ্টেম্বর ভিয়েতনাম এবং ২৪ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে রুমা আকতারের নেতৃত্বাধীন দলটি।
রাজধানী হেনয়ে ভিয়েতনাম ইয়থ ফুটবল ট্রেনিং সেন্টারে অবস্থিত ইয়ানমার মাঠে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ।
বাংলাদেশ স্কোয়াড: রুমা আকতার (অধিনায়ক), জয়নব বিবি রিতা (সহ-অধিনায়ক), জুই আকতার, মাহলাথুই মারমা, সঙ্গীতা রানী দাস, অর্পিতা বিশ্বাস, কানম আকতার, প্রমিতা মুন্ডা, নাদিয়া আকতার জুতি, রিতু আকতার, কানন রানি বাহাদুর, আরিফা আকতার, মুনকি আকতার, ঐশি আকতার, মুন্নি, নুসরাত জাহান মিতু, পুজা দাস, সাগরিকা, সুলতানা আকতার, সুরভি আকতার প্রিতি, তৃষ্ণা রানি, থুইনুয়েমারমা ও উমেহলা মারমা।
সূত্র: বাসস
এসবি/