ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

পেঁয়াজ, আলু, ডিমের বেধে দেওয়া দাম মনেছেন না ব্যবসায়ীরা (ভিডিও)

সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:২৮ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার

পেঁয়াজ, আলু, ডিমের দাম বেধে দিলেও তা মনেছেন না ব্যবসায়ীরা। বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। দোকানিদের দাবি, নতুন দামে পণ্য পাননি তারা। কিছুতেই কমছে না মাছের দর। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের কাচা সবজি।

পেয়াজ, আলু, ডিম, তেল, চিনিসহ কয়েকটি ভোগ্য পণ্যের দরে লাগাম টানতে দাম বেধে দেয় সরকার। প্রতিটি পণ্যের উৎপাদন, সরবরাহ, পাইকারি ও খুচরা, খরচ যাচাই-বাছাই শেষে পেঁয়াজের দাম ধরা হয় ৬৫ টাকা, আলু ৩৫ ও প্রতি পিচ ডিম ১২টাকা।

তবে বাজারে এর কোনো ছাপ নেই। রাজধানীর পলাশী বিক্রি হচ্ছে আগের দামেই। পেঁয়াজ ৮৫ থেকে ৯০ আলু ৫০ এবং ডিমের হালি ৫২টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেলও বিক্রি হচ্ছে আগের দামে।

সরকার নির্ধারিত দামে কেন কার্যকর হচ্ছে না- এ প্রশ্নে দোকানিরা জানান, নতুন দামে পণ্য পেলে তারাও বিক্রি করবেন। 

তারা জানান, পাইকারি বাজারে দাম কমলে খুচরা পর্যায়েও দাম কমবে। 

বাজারে সব ধরণের মাছের দাম বেশ চড়া। ভরা মৌসুমে ১ কেজির ওপরের ইলিশের দর গিয়ে ঠেকেছে প্রতি কেজি ১৬শটাকা। দেশী রুই, চিংড়িসহ সব ধরণের মাছের দামও বেশী। 

সবজির বাজারও আগের মতোই বাড়তি। প্রতি কেজি বেগুন ১২০ টাকা, করলা ৮০, কাকরল ৮০ ও ঢেঁড়শ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বয়লার মুরগি কেজিতে ১৯০টাকা, কক ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। গরু ও খাশির মাংশ আগের দামেই বিক্রি হচ্ছে। 

এসবি/